'এমন কিছু করবেন না, যাতে আরও একটা বাংলাদেশ তৈরি হয়' - 24 Ghanta Bangla News
Home

‘এমন কিছু করবেন না, যাতে আরও একটা বাংলাদেশ তৈরি হয়’

বৃহস্পতিবার ধর্মতলার রানি রাসমণি রোডে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সমাবেশ। দায়িত্বে ছিলেন মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মমতাবালা ঠাকুর। তিনি বলেন, ‘মোদী বা অমিত শাহ এমন কিছু করবেন না, যাতে আরও একটা বাংলাদেশ তৈরি হয়।

যারা প্রকৃত মতুয়া, তারা বিজেপি করতে পারে না। শান্তনু ঠাকুর এই বংশের কুলাঙ্গার। কে তোমায় অধিকার দিল রাম মন্দিরের জন্য এখানকার জল মাটি পাঠাতে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *