রাম দর্শনে সাইকেলেই অযোধ্যা পাড়ি তিন যুবকের
রাম দর্শনের ইচ্ছে, তাই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিলেন নলহাটির তিন যুবক – নীতেশ সাহানি, সুদীপ মাল ও রাজ মাল। ৩ জনই স্থানীয় দোকানের কর্মচারী। এঁদের উদ্দেশ্য অযোধ্যায় শ্রীরামচন্দ্রের দর্শন করে প্রদীপ প্রজ্জ্বলন।
তাঁরা নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেছেন। প্রথমে ঠিক করেছিলেন, হেঁটে অযোধ্যা যাবেন। কিন্তু তাতে ২২ জানুয়ারির আগে পৌঁছনো সম্ভব নয়। তাই সাইকেলই সঙ্গী।