বাংলায় প্রবল CORONA, আক্রান্ত বহু, ALERT - 24 Ghanta Bangla News

বাংলায় প্রবল CORONA, আক্রান্ত বহু, ALERT

0

কলকাতায় নতুন করে ৫ করোনা আক্রান্তের খোঁজ মিলিছে। এঁদের মধ্যে ২ জন মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে ভর্তি। ৩ জন ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর। পাঁচ জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁরা করোনার নতুন সাব-

ভ্যারিয়েন্ট জেএন. ১-এ আক্রান্ত কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে শহরে আচমকা এই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed