ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। আজমের-শিয়ালদা এক্সপ্রেসের ৪টি বগি রাজস্থানের মাদার রেলওয়ে ইয়ার্ডে আজ, সোমবার লাইনচ্যুত হয়েছে। কোনও হতাহতের খবর না থাকলেও দুর্ঘটনার জেরে ওই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
রেলের আধিকারিকরা এবং ডিআরএম ঘটনাস্থলে রয়েছেন, এবং চারটি কোচকে ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ চালাচ্ছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক সেফটি ব্রেক ছেড়ে দেওয়ার সময় রোলওভারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।