বড়দিন, বর্ষবরণে ১৪৪ ধারা জারি লখনউয়ে
বড়দিন এবং বর্ষবরণে বড় জমায়েত নয় উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে। ১০ দিনের জন্য সেখানে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর, রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে,
বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ১৪৪ ধারা জারির কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেলে জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ।