ফের ৪৯ বিরোধী সাংসদ সাসপেন্ড
গতকালের পর ফের আজ ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। এই নিয়ে দুই দিনে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। যা ইতিহাসে কখনও হয়নি।
আজ মঙ্গলবারও শীতকালীন অধিবেশন শুরু হলে বারবার বিরোধীরা সরব হতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে। এছাড়াও কিছু সাংসদ পার্লামেন্টের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন।