টানা বৃষ্টি তামিলনাডুতে, মৃত ৩
রবিবার থেকে টানা ভারী বৃষ্টি তামিলনাড়ুর জেলায়জেলায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে,ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে৩ জনের। দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি,তুতিকোরিন,
টেনকাসি এবং কন্যাকুমারী জেলায়অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা পরিস্থিতি তৈরিহয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যেরস্বাভাবিক জীবনযাপন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেকাজ চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি।