পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - 24 Ghanta Bangla News

পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0

শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে এবার সিআইডি তদন্তের নির্দেশ। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে পুরসভা চত্বরে। একটি বেআইনি নির্মাণের মামলায় পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বেআইনি নির্মাণে পুর কমিশনার এবং অন্যান্য আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দিলেন।

 গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। চৌত্রিশ বছর আগের একটি বাড়ির প্ল্যান নিয়ে তৈরি হয়েছে সমস্যা। আদালতের নির্দেশে খোঁজাখুঁজির পরেও প্ল্যানের হদিশ মেলেনি। শিলিগুড়ি বর্ধমান রোডে একটি আবাসন নিয়েই তৈরি হয়েছে সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed