চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার সাঁইথিয়ায়
শুভেন্দু অধিকারীর সভার আগে সাঁইথিয়ায় ‘চোরমুক্ত বিজেপি’ চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ও ইডি-র তদন্তের দাবিও জানানো হয়েছে। বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা,
‘তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।’ আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি।