CCTV-র নির্দেশ খারিজ হতেই বালুর কেবিনে কন্যা - 24 Ghanta Bangla News
Home

CCTV-র নির্দেশ খারিজ হতেই বালুর কেবিনে কন্যা

ইডি-র আর্জিতে নিম্ন আদালত রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালের কেবিনে সিসিটিভি বসানোর নির্দেশ দিলেও, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই আজশনিবার সকালে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির প্রিয়দর্শিনী মল্লিক।

সঙ্গে মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও রয়েছেন। SSKM হাসপাতালে পৌঁছেই সোজা কার্ডিওলজি ব্লকে প্রবেশ করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে আসেন এবং চলে যান হাসপাতালের এমএসভিপির অফিসে। কি কারণে তাঁরা এসেছিলেন হাসপাতালে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *