নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ শওকতের
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোেগ আনলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ‘পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছে সেই খুনের দায়
নওশাদ সিদ্দিকী এবং তার তথ্য প্রমাণ দেব। না দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ সঙ্গে শওকতের হুঁশিয়ারি, লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে দাঁড়ালে জামানত জব্দ হবে নওশাদের।