রেশন দুর্নীতি: রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি

রেশন দুর্নীতিকাণ্ড এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দিল ইডি। জানা গিয়েছে, এই মামলায় ভুরি ভুরি অভিযোেগ জমা পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে আলাদা তদন্ত করছে রাজ্য পুলিশ।
কিন্তু সেই প্রক্রিয়া সন্তোষজনক নয় বলে ওই চিঠিতে নাকি লিখেছে ইডি। রাজ্য পুলিশকে কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত ভালোভাবে করার জন্য ইডি আবেদন করেছে বলে সূত্রের খবর।