মাংস, ডিমে নিষেধাজ্ঞা জারি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
বড় ঘোষণা সরকারের। আর পাতে পড়বে না মাংস। এমনকী পুষ্টির জন্য ডিমও জুটবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির
উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে। নিষেধাজ্ঞার পিছনে যুক্তি কী? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।