দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের টি২০ সিরিজ ১-১ ড্র হয়েছে। তৃতীয় ম্যাচে ভারত ১০৬ রানে জিতেছে। এই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের ২০২ রানের টার্গেট দিয়েছিল ভারত।
সেই রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৫ রান অলআউট হয়ে যায় হোম টিম। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।