উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্রে অসন্তোষ, ছড়িয়ে রয়েছে মদের বোতল
নদীর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল, খাবারের থালা, চিপসের প্যাকেট। কমিউনিটি টয়লেটের গেটে তালা ঝুলছে। বিভিন্ন জায়গায় উলু ঘাসের জঙ্গল। বেহাল অবস্থা উলুবেড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মহিষরেখা পর্যটন কেন্দ্রের।
মহিষরেখার ছন্নছাড়া অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ইতিমধ্যে এখানে ঘুরতে আসা পর্যটকরা ক্ষুব্ধ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই জায়গার সৌন্দর্য রক্ষায় উদাসীন বলেও অভিযোগ উঠছে।