রাশি: আজ মন খুব ভালো থাকবে, তবে পকেট সামলে খরচ করুন
-মেষ-স্বাস্থ্য সুন্দর থাকবে। বৃষ- মনে শান্তি পাবেন। মিথুন- টাকা পয়সার খেয়াল রাখুন। কর্কট-অর্থ ব্যয় হবে। সিংহ- মাথার যন্ত্রণা হতে পারে। কন্যা- বিদ্যায় শুভ। তুলা- ঝগড়া হতে পারে। বৃশ্চিক- উদ্যম হারাবেন না।
ধনু- কাজে মনোযোগ রাখুন। মকর- টাকা পয়সা বেশি খরচ হবে। কুম্ভ- মাথা গরম করবেন না। মীন-নিজেকে সংযত রাখুন।