প্রয়াত প্রবীণ অভিনেত্রী লীলাবতী
প্রবীণ কন্নড় অভিনেত্রী লীলাবতী নেলামঙ্গলার আজ, বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। অভিনেতা দর্শন, অভিষেক,
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁকে সোলাদেভানাহল্লির বাসভবনে দেখতে গিয়েছিলেন। তখন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন লীলাবতী। সেসময়ে ছেলে বিনোদ রাজকুমার আশ্বস্ত করেছিলেন, যে মা সুস্থ হয়ে যাবেন। যদিও তা আর হলো না।