এক প্রবল অমানবিক দৃশ্য। দলছুট দাঁতাল হাতিকে উত্যক্ত করার ভয়াবহ দৃশ্য সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনা, ডুয়ার্সের মালবাজারের ডামডিমের। সেখানে একটি হাতিকে উত্যক্ত করার ভিডিয়ো ভাইরাল হতেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেসিবি দিয়ে হাতিকে উস্কানি ও উত্যক্ত করার অভিযোগে একজন আটক হয়েছেন। শনিবার ডুয়ার্সের আপালচাঁদ বনাঞ্চল থেকে বেরিয়ে আসে হাতিটি। এদিকে, দলছুট হাতিকে […]
