গণ হাতেখড়িতে সামিল ক্ষুদেরাImage Credit source: TV9 Bangla ধূপগুড়ি: ভিতরে চলছে বাণী বন্দনা, আর বাইরে বন্দুক হাতে পাহারা দিচ্ছে পুলিশ। রাজ্যের একাধিক স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমনই ছবি সামনে এসেছে। রাজনৈতিক কাজিয়ায় কোথাও কোথাও বন্ধ হতে বসেছিল সরস্বতী পুজো। তবে পুজোর দিন এক অন্য ছবি দেখল ধূপগুড়ি। প্রতিমার সামনে বসে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হাতেখড়ি হল […]
