Howrah: অন্য পাড়ার মেয়েদের মাঝে ঢুকে নাচ পাশের পাড়ার ছেলে, লক্ষ্মীপুজোর ভাসান ঘিরে তুলকালামকাণ্ড – Bengali News | Howrah A boy from a neighboring neighborhood danced among girls from another neighborhood, a scandal surrounding the Lakshmi Puja festival
হাওড়া: আমতার খালনায় লক্ষ্মী পুজোর ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে গোলমাল। দুই ক্লাবের ১২ জন আহত। ঘটনার জেরে খালনা বাগনান রোড প্রায় দু ঘণ্টা অবরোধ। রাস্তার ওপর সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। রাস্তায় যানজট তৈরি হতে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে। তবে প্রথমেই অবরোধ তুলতে চাননি বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় অবরোধ তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, বুধবার সন্ধ্যায় যখন লক্ষ্মীপূজোর শোভাযাত্রা বের হয়, সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে নাচতে ঢুকে পড়ে।
একাধিক মহিলার সঙ্গে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ। অশ্লীল অঙ্গভঙ্গি করে মদ্যপ অবস্থায় ছেলেরা নাচতে থাকে বলে অভিযোগ। তাঁদের বাধা দিতে গেলে তাঁরা মহিলা ও ক্লাবের ছেলেদের মারতে শুরু করে বলে অভিযোগ। ইটও ছোড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটে যায়।
পুলিশকে জানালেও পুলিশ কোন কর্ণপাত করেনি। বৃহস্পতিবার সকালে পুনরায় কালীমাতা ক্লাবের ছেলেরা দশটি মোটরসাইকেলে করে লাঠি, উইকেট নিয়ে আবার হামলা চালায়। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে অবরোধ করা হয়। যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের সদস্য নব সানা।
ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাত থাকেন।
এক জন বলেন, “দক্ষিণ কালনা, মাঝিরপাড়ার দু-এক জন ছেলে আমাদের পাড়ার মেয়েদের সঙ্গে নাচবে। এই নিয়ে আমরা সরিয়েও দিয়েছিলাম। তাই নিয়ে ওরা মারধর করেছে। “