Suvendu Adhikari: ‘আইপ্যাকের লোকজন মৃত ব্যক্তিদেরও জীবিত লিখতে বলছে’, কমিশনে নালিশ শুভেন্দুর – Bengali News | BJP Leader Suvendu Adhikari doing press meet on SIR Issue
কলকাতা: রাজ্যে একের পর এক মৃত্যু। তৃণমূল বলছে, SIR-এর আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁদের। আগেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনের রেশ চলবে দিল্লি পর্যন্ত। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এসআইআর-এর প্রতিবাদ মিছিল। এরই মধ্যে CEO দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে কী বললেন একনজরে…
- শুভেন্দু অধিকারী: বাংলাদেশই মুসলিম ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চেয়েছে তৃণমূল সেটা হবে না।৪৩২ জন বিএলও-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের মধ্যেই অনেকেই জেল খাটছে। ফলে এখানে বলে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করলে কিছু লাভ হবে না।
- শুভেন্দু অধিকারী: ওরা মিসলিড করছে বাবা-মায়ের জায়গায় অন্য আত্মীয়র কথা লেখা হচ্ছে অনেক ফর্মে। কিন্তু সিইও বলেছেন যে মা-বাবা-ঠাকুমা-ঠাকুরদার বাইরে যদি কেউ লিখেও দেন তাহলে নির্বাচন কমিশনের যে আধুনিক সফটওয়ার আছে তাতে বাউন্স হবে। যে জাগলারিগুলো একাংশ বিএলও-দের নিয়ে বিডিওরা আইপ্যাককে সঙ্গে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করছেন। নির্বাচন কমিশনের কিছু মানুষও খবর পাচার করছেন, ডিএমও আছে। এই সব দিয়েছি। নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না।
- শুভেন্দু অধিকারী: সিইও অফিসের তরফে বলা হয়েছে ফর্মগুলো রিটার্ন হতে দিন। আর আমরা যাতে BLA-2 এর মাধ্যমে যাতে সহযোগিতা করি সেই আবেদন জানিয়েছে। যাতে বিএলওরা সুন্দরভাবে এই এত বড় প্রক্রিয়ায় কাজ করতে পারে।
- শুভেন্দু অধিকারী: তার মধ্যে ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে দিচ্ছে। এবং এটা নিয়ে গিয়ে BMOH-দের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করাচ্ছে। CEO অফিসে এর কপি দিয়েছি। আর আমাদের বক্তব্য রেখেছি।
- শুভেন্দু অধিকারী: আইপ্যাকে তৃণমূলের একটা চিটিৎবাজদের টিম রয়েছে। সেই চিটিংবাজগুলি বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট-ছোট মাতব্বরদের মাধ্যমে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাঁকে জীবিত বলে লেখার জন্য বলছেন, সেই তথ্যও আমাদের কাছে রয়েছেন। সেটাও আমরা জানিয়ে দিয়েছি। উদাহরণ হিসাবে কমিশনকে দেখিয়েছি, জমাও দিয়েছি।
- শুভেন্দু অধিকারী: আধার কার্ড সংক্রান্ত সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা মুখ্য নির্বাচনী অধিকারিককে মনে করিয়ে দিয়েছি। যাতে ইআরও-কে এই বিষয় শুনিয়ে দেন।
- শুভেন্দু অধিকারী: রাজ্য মুখ্য নির্বাচনী অধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করলাম। আমরা লিখিত কিছু জমা দিয়েছি। জন্ম শংসাপত্র নিয়ে যে প্রতারণা চলছে সেটা তুলে ধরেছি।