SIR-এর মাঝে বিশেষ অর্ডার পেলেন খরাজ-নীল-বিশ্বনাথ - Bengali News | 3 Tolly actors get special order from Election Commission amid SIR process - 24 Ghanta Bangla News
Home

SIR-এর মাঝে বিশেষ অর্ডার পেলেন খরাজ-নীল-বিশ্বনাথ – Bengali News | 3 Tolly actors get special order from Election Commission amid SIR process

কলকাতা: গুপী গাইনের ভূমিকায় সুজন মুখোপাধ্যায় ওরফে নীল, বাঘা বাইনের ভূমিকায় বিশ্বনাথ বসু আর শুন্ডির রাজার ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়। এমন একটি ভিডিয়ো সম্প্রতি অনেকেই নজরে পড়েছে। আসলে সেটি এসআইআর সংক্রান্ত সচেতনতামূলক ভিডিয়ো। আর সেই ভিডিয়ো করার পরই বিশেষ শর্ত দেওয়া হল তিন অভিনেতাকে।

কমিশনের হয়ে প্রচারে যখন রয়েছেন এই তিন অভিনেতা, তাই এসআইআর প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ওই তিন অভিনেতা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না, কোনও দলে যোগও দিতে পারবেন না। আগেও একাধিক অভিনেতাকে এইভাবে শর্ত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *