Aishwarya Vs Emraan: কী কারণে ঐশ্বর্যকে কটাক্ষ? বলিউডে একঘরে হয়ে মুখ খোলেন ইমরান - Bengali News | Why emraan hasmi said this about aishwarya rai bachchan which create controversy - 24 Ghanta Bangla News
Home

Aishwarya Vs Emraan: কী কারণে ঐশ্বর্যকে কটাক্ষ? বলিউডে একঘরে হয়ে মুখ খোলেন ইমরান – Bengali News | Why emraan hasmi said this about aishwarya rai bachchan which create controversy

ঐশ্বর্য রাই বচ্চন ও ইমরান হাসমির মধ্যে তেমন কোনও বিবাদ প্রাথমিক পর্যায় ছিল না। তবে সবটাই পাল্টে যায় ‘কফি উইথ করণ’ শোয়ের একটি পর্বে। যেখানে ইমরান হাসমি জানিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ‘প্লাস্টিক বিউটি’। এরপরই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ইমরান হাসমি। তাঁকে শুনতে হয়েছিল নানা কটুকথা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে উঠেছিলেন তিনি। প্রথম থেকেই দর্শকের রোষের শিকার হতে হয়েছিল তাঁকে।

সেই বিতর্ক অতীত হলেও বলিউডের গসিপ তালিকায় পাকাপাকি জায়গা করে নেয় ইমরানের মন্তব্য। আর জীবনের সেই বিতর্কিত পর্ব নিয়ে একবার মুখ খুলেছিলেন ইমরান। জানিয়ে ছিলেন তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। ‘কফি উইথ করণ’ শো-য়ে এসে তিনি ব়্যাপিড ফায়ার রাউন্ডে এই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।

তবে ইমরান হাসমি একটা কথা স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি মোটেও ঐশ্বর সম্পর্কে এমন মন্তব্য করতে চাননি। তাঁর মতে, এই টকশো-য়ের ধরন অনুযায়ী তাঁকে এমনই কিছু বলতে হতো, যা নিয়ে চর্চা হয়। তিনি যদি আবারও কফি উইথ করণ শোয়ে আসেন, তবে তিনি আবারও এমনই কিছু বলবেন, এমনটাই ছিল বিশ্বাস। কারণ এই শোয়ের এটাই চরিত্র বলে দাবি করেন অভিনেতা।

ইমরান জানিয়েছেন তিনি যদি আবার আসেন তবে আবারও এমন কোনও মন্তব্য করবেন যা খবরের শিরোনামে জায়গা করে নেবে। কারণ একটাই, তিনি চান উপহার জিততে। সেবারও ঠিক তেমনটাই চেয়েছিলেন বলে স্পষ্ট মন্তব্য করেন ইমরান হাসমি। তবে এই মন্তব্য করে যে বলিউডের অন্দরমহলে তিনি বেজায় শক্র তৈরি করেছিলেন, তা অস্বীকার করলেন না তিনি। ইমরানের কথায় তিনি ঐশ্বর্যকে ভীষণ ভালবাসেন, পছন্দ করেন। তিনি শ্রদ্ধাও করেন। তিনি মোটেও মন থেকে এই কথা বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *