সীমান্তে জারি NOTAM, উড়বে সুখোই-রাফাল, প্রস্তুত উত্তরবঙ্গের মানুষ – Bengali News | NOTAM at Bangladesh border area, people are agree to help army
বাংলাদেশ সীমান্ত এলাকাImage Credit: TV9 Bangla
জলপাইগুড়ি: সীমান্তে ফের জারি হল নোটাম। মাস কয়েক আগেই অপারেশন সিঁদুরের আগে নোটাম জারি হয় দেশের এক সীমান্তে। আর এবার অন্য সীমান্তে জারি হল নোটাম। বাংলাদেশ সীমান্তকে নজরে রেখে বিশাল মহড়ার আয়োজন করেছে ভারতীয় সেনা। সতর্ক করা হয়েছে ওই সীমান্ত লাগোয়া এলাকার সাধারণ মানুষকেও।
ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে। সুখোই ৩০, রাফাল, জাগুয়ার সহ একাধিক যুদ্ধবিমানও নিজেদের কসরৎ দেখার জন্য তৈরি রয়েছে। কেউ বলছেন, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানকেও একই সঙ্গে বার্তা দেওয়া হবে এই মহড়ায়।
তবে এই বিরাট মহড়ার আগে ভারত-বাংলাদেশ সীমান্তের মানুষ কী বলছে, তা জানতে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি সীমান্তে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। কী বলছেন সীমান্তের মানুষজন? তাঁদের কী মনে হয়? এই ধরনের মহড়া বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত থাকা দেশগুলির জন্য কতটা জরুরি?
সুরক্ষার স্বার্থে এই মহড়ার জন্য প্রস্তুত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারাও। তাঁরা বলছেন, “আমরা সেনাবাহিনীকে সবরকমভাবে সহযোগিতা করব।” এক বাসিন্দা বলেন, “দেশের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি, অনেক রকম অত্যাচার চলে। এরকম একটি মহড়া হলে আমরা পাশে থাকব। অসুবিধা হলেও থাকব।”
পরপর তিনবার মহড়ার করার কথা বলা হয়েছে। প্রথম মহড়া আছে আগামী ৬ ও ২০ নভেম্বর। দ্বিতীয়টি হবে চলতি বছরের ৪ ও ১৮ ডিসেম্বর। আগামী বছরের ১ ও ১৫ জানুয়ারি রয়েছে তৃতীয় পর্বের মহড়া।