ফের বিয়ে করতে পারেন অক্ষয়! কোন আশঙ্কার কথা জানালেন টুইঙ্কল? – Bengali News | Twinkle khanna on if akshay kumar remarries
টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের দাম্পত্যের বয়স ২৪ বছর। তাঁদের প্রেমপর্বর গল্প, সেভাবে জনপ্রিয় নয় বলিউডে। কারণ, তাঁরা প্রেম করেছেন গোপনে, আর টুক করে বিয়ে। নিজের দাম্পত্যকে বরাবরই প্রাইভেটই রেখেছেন অক্ষয় ও টুইঙ্কল। তবে নানা টক শোয়ে এসে, টুকটাক টুইঙ্কল যা বলেছেন, তাতে প্রমাণ হয় অক্ষয় ও টুইঙ্কলের সংসার একেবারে হালকা-ফুলকা, মজায় ভরা। আর তাঁর ইঙ্গিত পাওয়া যায় টুইঙ্কলের লেখা বইতেও।
সম্প্রতি টুইঙ্কলের এক সাক্ষাৎকারেও এমন প্রমাণ পাওয়া গেল। যেখানে টুইঙ্কল আশঙ্কা করলেন অক্ষয়ের দ্বিতীয় বিয়ের। তবে শুধুই আশঙ্কা নয়, অক্ষয়কে টুইঙ্কল হুমকিও দিলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অক্ষয়ের সঙ্গে একবার জঙ্গল সাফারিতে গিয়েছিলেন টুইঙ্কল। তাঁদের গাইড দুটি টিক টিক নামের পাখিকে দেখিয়ে বলেন, এই জোড়া পাখিদের মধ্যে যদি একজন মারা যায়, তাহলে আরেকজন বিষ ঘাস খেয়ে দেহত্যাগ করেন। এদের ভালাবাসা এরকমই। গাইডের মুখের কথা শেষ না হতেই, টুইঙ্কল অক্ষয়কে প্রশ্ন করেন, যদি তোমার আগে আমি মরে যাই তুমিও কি বিষ খাবে? নাকি দ্বিতীয় বিয়ে করবে? অক্ষয় উত্তর দেওয়ার আগেই টুইঙ্কল তাঁকে জানান, আমি কিছুতেই মেনে নেব না, তোমার দ্বিতীয় বউ আমার ব্যাগ, পোশাক ব্যবহার করছে, তুমি দ্বিতীয় বিয়ে করলে আমি তোমাদের দুজনকেই ভূত হয়ে ভয় দেখাবো!
টুইঙ্কলের মুখে এমন কথা শুনে সেদিন চুপ থেকেছিলেন অক্ষয়। উল্টে টুইঙ্কলকে বলেছিলেন ”আমি এখনই বিষ খেতে চাই, যাতে তোমার এসব ভুলভাল কথা শুনতে না হয়।” টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয় ২০০১ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে আরভ ও নিতারা।