শাহরুখের 'মন্নত'-এ জমিয়ে পার্টি রাঘবের, কী কী ঘটল বাদশার অন্দরমহলে? - Bengali News | Raghav juyal shares details says 5 star chefs prepare 7 course meals at - 24 Ghanta Bangla News
Home

শাহরুখের ‘মন্নত’-এ জমিয়ে পার্টি রাঘবের, কী কী ঘটল বাদশার অন্দরমহলে? – Bengali News | Raghav juyal shares details says 5 star chefs prepare 7 course meals at

গত বছর ‘কিল’ ছবি। আর এবার আরিয়ান খানের সিরিজ ব্যাড অফ বলিউড। সিনে মহলে চর্চা অভিনেতা রাঘব জুয়াল। এমনকী, আরিয়ানের সিরিজে রাঘবের দুরন্ত অভিনয় দেখে, খোদ শাহরুখও উচ্ছ্বসিত। আর সেই উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে রাঘবকে সম্প্রতি মন্নতে নিমন্ত্রণ করেছিলেন শাহরুখ। বাদশার রাজত্বে গিয়ে কেমন কাটল সন্ধ্যা?

আরিয়ান খানের সিরিজ ব্যাডস অফ বলিউড এখন চর্চায়। নাহ, শুধুই সমীর ওয়াংখেরের মামলার কারণে নয়, বরং ছবিতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে এসেছেন রাঘব জুয়াল। সেই রাঘবই সম্প্রতি শাহরুখের বাড়িতে গিয়েছিলেন একটি ক্লোজডোর পার্টিতে। আর সেখানেই দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে রাঘবের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই খুল্লমখুল্লা জানালেন রাঘব। রাঘব বলেন, শাহরুখ ও তাঁর পরিবারের সবাই খুবই অতিথিবৎসল। ওর বাড়িতে গেলে কখনই মনে হয় না, এক সুপারস্টারের বাড়িতে এসেছি। বরং খুবই ঘর ঘর অনুভব হয়। শাহরুখের বাড়ির সবচেয়ে ভাল দিক হল, এখানে সবাই হিন্দি ও উর্দুতে কথা বলে। কোনও ইংরেজির ব্যবহার হয় না।

রাঘব আরও বলেন, গৌরী খান একেবারেই মায়ের মতো। বাড়িতে পা দিতেই আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি কী খাব। শাহরুখের বাড়িতে অনেক জন রাঁধুনি রয়েছে। যাঁরা রোজ ৭ ধরনের স্পেশাল রান্না করেন। গৌরী আমাকে খুবই যত্ন করে খাইয়েছিলেন। শুধু তাই নয়, সুহানার আইপ্যাডে আমরা শাহরুখের সিনেমার গান চালিয়ে নাচ করেছিলাম। শাহরুখও খোদ অংশ নিয়েছিলেন। শাহরুখের ব্যবহার এত মাটির মানুষের মতো, যে মনেই হয় না তিনি বলিউড বাদশা। মন্নত থেকে অনেক কিছু শেখার রয়েছে। সাফল্যের উচ্চতায় থেকেও কীভাবে ডাউন টু আর্থ থাকা যায় তা শাহরুখের বাড়িতে গেলেই বোঝা যায়।

তবে শাহরুখের বাড়িতেই শুধু নয়, সলমনের বাড়িতেও গিয়েছিলেন রাঘব। রাঘবের কথায়, সলমনও নাকি দারুণ অতিথিবৎসল মানুষ। তাঁর ফার্ম হাউজে অতিথিরা এলে দারুণ খুশি হন তিনি। এমনকী, পুরো ফার্ম হাউজ ছেড়ে দেন অতিথিদের জন্য। নিজেই অতিথি সেবায় মাঠে নেমে পড়েন। রাঘব বলেন, ফার্ম হাউজে রয়েছে বিশাল মাপের বহু ঘর। রয়েছেন আলাদা প্লেজোন। শুধু তাই নয়, ফার্ম হাউজের ভিতরে রয়েছে ঝরনা, বিশাল জঙ্গল, জলাশয়। রয়েছে ডার্ট বাইক। যেকোনও পাঁচতারা হোটেলকে বাজিমাত দিতে পারে সলমনের এই ফার্ম হাউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *