শাহরুখের দেশ ছাড়া উচিত? মন্নত নয়, জন্নত প্রসঙ্গ টেনে বিস্ফোরক পরিচালক - Bengali News | Abhinav Kashyap tells Shah Rukh Khan to live in Dubai - 24 Ghanta Bangla News
Home

শাহরুখের দেশ ছাড়া উচিত? মন্নত নয়, জন্নত প্রসঙ্গ টেনে বিস্ফোরক পরিচালক – Bengali News | Abhinav Kashyap tells Shah Rukh Khan to live in Dubai

বলিউডের অন্দরমহল নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অভিকাংশ সময়ই খবরের শিরোনামে জায়গা করে নেন পরিচালক অভিনব কাশ্যপ। ফের একবার তিনি আলোচনার কেন্দ্রে। সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার পর এবার তাঁর নিশানায় বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শাহরুখের উচিত ভারত ছেড়ে দুবাইয়ে গিয়ে বসবাস করা।

কিন্তু কেন এই মন্তব্য?

অভিনব বলেন, “শাহরুখের মুম্বইয়ের বাড়ির নাম ‘মন্নত’, আর দুবাইয়ের বাড়ির নাম ‘জন্নত’। এর মানে কী দাঁড়ায়? ভারতে থাকছেন শুধু উপার্জন করতে, সম্পত্তি তৈরি করতে, কিন্তু স্বর্গ বাস করেন দুবাইয়ে?” তাঁর মতে, এটা একধরনের প্রতীকী বার্তা, যা দেশভক্তি প্রসঙ্গেও প্রশ্ন তোলে।

শুধু বাড়ির নাম নয়, শাহরুখের ছেলে আরিয়ানের প্রসঙ্গ টেনে এনে আরও কড়া ভাষায় আক্রমণ করে বসেন তিনি। বলেন, “শাহরুখের ছবিতে সংলাপ আছে— ‘ছেলের গায়ে হাত তোলার আগে বাবার সঙ্গে কথা বলো’। কী ধরনের অহংকার এসব? সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে ওঁরা নিজেদের এই দাপট গড়ে তুলেছেন।”

এই মন্তব্যের পর বেজায় ক্ষুব্ধ হয়েছেন শাহরুখ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। অনেকেই বলছেন, একজন শিল্পীর বাড়ির নাম বা সংলাপের ওপর নির্ভর করে এমন মন্তব্য করা একেবারেই অনুচিত। প্রসঙ্গত, এর আগেও সলমন খান ও তাঁর পরিবারকে ‘অপরাধজগতের সঙ্গে যুক্ত’ বলে অভিযোগ তুলেছিলেন অভিনব। তবে শাহরুখকে নিয়ে এমন মন্তব্য করায় পাল্টা রোষের মুখে পড়তে হয়েছে পরিচালককেই। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *