Pujoy Pulse: '১০ টাকায় ১৫টা লজেন্স ভাবা যায়', পালস মুখে নিতেই হা হয়ে গেলেন সকলে - Bengali News | Pujoy Pulse golmol start campaign and reached in jalpaiguri west bengal - 24 Ghanta Bangla News
Home

Pujoy Pulse: ‘১০ টাকায় ১৫টা লজেন্স ভাবা যায়’, পালস মুখে নিতেই হা হয়ে গেলেন সকলে – Bengali News | Pujoy Pulse golmol start campaign and reached in jalpaiguri west bengal

পুজোয় পালস খেয়ে সকলে আনন্দিতImage Credit: Tv9 Bangla

আজ চতুর্থী। কেনাকাটা থেকে পুজোর শপিং, মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আর আপনারা তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পুজো মানেই পুজোয় পালস। প্রতি বছরের মতো এবারও হাজির পুজোয় পালস (২০২৫)। গত দু’বছরের সুন্দর কিছু মুহূর্ত আর অভিজ্ঞতাকে সঙ্গী করে তৃতীয় পর্বে আবার পালস ক্যান্ডি ফিরে এল একেবারে নতুন চেহারায়। আর এবারের ক্যান্ডির নতুন নাম ‘পালস গোল কা মোল’। আজ পালস ক্যান্টর পৌঁছ গেল জলপাইগুড়িতে।

এক ব্যক্তি বলেন, “এর আগে পালসের ফ্লেভার খুব ভাল ছিল। আর দেখছি পুজোর আগে গোলমোল এসেছে। চকোলেট তো সবাই ভালবাসে। আমিও তাই কিছু কিনেছি আর লটারি জিতেছি। নিজেও টেস্ট করে দেখলাম বেশ ভাল লাগল।” আরও এক ব্যক্তি বলেন, “লটারি জিতে প্রাইজ পেলাম। বেশ ভাল লাগল। আমায় টেস্ট করালো খুব ভাল লাগল। আর চকোলেটও কিনলাম। এই আয়োজনটা খুব ভাল লেগেছে।” আর এক মহিলা বলেন, “অফিস থেকে ফেরার পথে এই পালস পেলাম। ১০টাকা দিয়ে কিনলাম। আর পাঁচটা বিনামূল্যে পেলাম। অর্থাৎ ১০ টাকায় ১৫টা লজেন্স পেলাম।”

ইতিমধ্যেই টিভি ৯ বাংলা পুজোয় পালস ক্যান্টর ঘুরছে জেলায়-জেলায়। কলকাতা থেকে যাত্রা শুরু হয়ে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, যেখানে-যেখানেই পালস ক্যান্টর গিয়েছে সকলের মুখেই একটা কথা, ‘আবার যেন ফিরে এসেছে ছেলেবেলা’। কারণ, তেঁতুলের স্বাদে ভরা এই পালস গোলমোল মুখে দিয়ে আপনি ফিরে যাবেন সেই ছেলেবেলায়। আর এইসব নিয়েই পালস তৈরি করে নিয়েছে AI ভিডিয়ো। যেখানে আপনারা আরও বেশি ভাল করে বুঝতে পারবেন তাদের ক্যাম্পেনের ব্যাপারে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *