Pujoy Pulse: আসছে..আসছে…আর চিন্তা নেই, পালস পৌঁছবে আপনার জেলায় শীঘ্রই – Bengali News | Pujoy Pulse tableau Reached siliguri and durgapur today 21st september
দুর্গাপুর: আজ মহালয়া। গঙ্গার ঘাটে-ঘাটে চলছে তর্পণ। আকাশে-বাতাসে শুধুই পুজোর গন্ধ। প্রতিবারের মতো এবারও টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি চলে এসেছে। আর এবারের থিম পালস গোল-কা মোল। তেঁতুলের স্বাদে ভরা এই লজেন্স রীতিমতো মন ছুঁয়ে নেবে আপনার। আর পালস ক্যান্ডি ভর্তি এই লজেন্স আসতেই একপ্রকার ঝাঁপিয়ে পড়লেন লোকজন। প্রত্যেকের একটাই কথা, ‘আহা কী খেলাম জীবনে ভুলব না।’
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
একজন বললেন, “আবার এসে গেছে পালস। এত সুন্দর লজেন্স। আমি ভাবতেই পারিনি এত টেস্টি হয়।” আর একজন শিশু বলল, “আরে কী দারুণ। পুরো তেঁতুল খাচ্ছি মনে হল।” তাহলে এবার মনে ইচ্ছা হচ্ছে তো একটা পালস চেখে দেখতে?
চিন্তা নেই পালস ট্যাবলো পৌঁছে যাবে আপনার জেলাতেও। মহালয়ার আনন্দকে দ্বিগুণ করতে দুর্গাপুরের সেন মার্কেট বাসস্যান্টে পৌঁছবে ট্যাবলো। সকাল ১১টা থেকে বিকেল তিনটে অবধি সেখানেই থাকবে। আর এরপর দুর্গাপুর স্টেশন বাজারে বিকেল চারটে থেকে রাত আটটা অবধি থাকবে ক্যান্টর। এর পাশাপাশি পালসের আরও একটি ক্যান্টর পৌঁছবে শিলিগুড়ি কলেজে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে নাগাদ থাকবে সেখানে। এছাড়া সিটি মলে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত থাকবে।