Supreme Court on SSC: ‘বারবার বলেছি…’, এসএসসি-র দাগিদের নিয়ে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court rebukes state govt again as tainted candidates appealed
নয়া দিল্লি: অযোগ্যদের আবেদনে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট। বারবার বলা সত্ত্বেও কেন অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার আবেদন আসছে! তাতেই অসন্তুষ্ট শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছে ডিভিশন বেঞ্চ। এদিন ফের বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান কয়েকজন। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।
সবিস্তারে আসছে…