Sin Tax: পাপের বোঝা ৪০ শতাংশ! ৫০ টাকার সিগারেটের প্যাকেটের দাম কত হবে? – Bengali News | GST Reform: GST Slab Changed, 40 Percent Sin Tax on Cigarette, Tobacco Products, What is Sin Tax
নয়া দিল্লি: জিএসটিতে বদল। দাম কমছে একাধিক পণ্যের। তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম, মাখন থেকে পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি, তিন চাকার গাড়ি, মোটর সাইকেলের দাম কমতে চলেছে। সেখানেই আবার অনেকটা দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্যের। ৪০ শতাংশ জিএসটি বসতে চলেছে সিন গুডস (Sin Goods) ও লাক্সারি পণ্যে (Luxury Products)। এবার প্রশ্ন হল, এই সিন ট্যাক্স বা পাপ-কর কী? কোন পণ্যগুলিকেই বা পাপ পণ্য বলে গণ্য করা হয়?
সিন গুডস কী?
সহজ কথায় বলতে গেলে, যে পণ্যগুলি স্বাস্থ্য বা সমাজের পক্ষে ক্ষতিকর, তাকেই সিন গুডস (sin Goods) বলা হয়। এর মধ্যে তামাকজাত পণ্য, গুটখা, পানমশলা, অ্যালকোহল বা মিষ্টি পানীয়। সরকার এই ধরনের পণ্যের উপরে বেশি কর বসায়, যাতে এই ধরনের পণ্য কম গ্রহণ করবে।
আগে মদ ও তামাকজাত পণ্যে ২৮ শতাংশ জিএসটি এবং অতিরিক্ত কমপেনসেশন সেস বসানো হত। এবার সেই কর কাঠামোই পরিবর্তন করে ৪০ শতাংশ জিএসটি বসানো হচ্ছে। ৪০ শতাংশ স্ল্য়াবকে স্পেশাল রেট বলেই উল্লেখ করা হয়েছে। নতুন কর কাঠামোয় আনুমানিক সিগারেটের প্যাকেটের দাম যা আগে ১২৮ টাকা ছিল, তা ১৪০ টাকা হতে পারে। ২৬৫ টাকার প্যাকেটের দাম ২৮০ টাকা হবে।
কী কী জিনিসে ৪০ শতাংশ সিন ট্যাক্স বসবে?
১. তামাকজাত পণ্য
২. গুটখা
৩. পানমশলা
৪. জর্দা
৫. অন্য়ান্য তামাকজাত পণ্য
৬. সিগারেট
৭. সিগার, চুরুট
৮. মিষ্টি যুক্ত ঠান্ডা পানীয়
৯. কোল্ড ড্রিঙ্কস
১০. ক্যাফিন যুক্ত কোল্ড ড্রিঙ্কস
১১. লাক্সারি গাড়ি
১২. ১২০০ সিসির বেশি ইঞ্জিন ক্য়াপাসিটির পেট্রোল গাড়ি
১৩. ১৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্যাপাসিটির ডিজেল গাড়ি
১৪. ৩৫০ সিসির উপরে মোটরবাইক
১৫. ইয়ট
১৬. হেলিকপ্টার, প্রাইভেট এয়ারক্রাফট
১৭. কয়লা, লিগনাইট, পিট
১৮. অনলাইন গ্যাম্বলিং ও গেমিং সার্ভিস