Tillotama’s Father: ‘৯ তারিখ যে ঘটনাগুলো ঘটেছে, তার নেতৃত্বে সম্ভবত উনিই ছিলেন’, অতীনের বাড়িতে CBI যেতেই বললেন তিলোত্তমার বাবা – Bengali News | Tillotamas father: ‘He was probably the one who led the events that took place on the 9th,’ said Tilottama’s father as the CBI visited Atin Ghosh’s house
অতীন ঘোষ প্রসঙ্গে তিলোত্তমার বাবাImage Credit: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের তদন্তে এবার কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। আর তার প্রেক্ষিতে তিলোত্তমার বাবা বললেন, “অনেক দিন ধরেই আমাদের স্ক্যানারে ছিল। অতীন ঘোষের নামটা। আজকে হঠাৎ করে এসেছে। একটু ভাল লাগছে।”
তিলোত্তমার ভয়ঙ্কর অভিযোগ, “যখন আমরা টালা থানায় ছিলাম, ৯ তারিখ যে ঘটনাগুলো ঘটেছে, তার নেতৃত্বে সম্ভবত উনিই ছিলেন। উনি রোগী কল্যাণ সমিতির সদস্য। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। ১৪ তারিখ যে ঘটনা ঘটেছে, সেটাও হয়তো ওনার নেতৃত্বে হয়েছে আর যাদের যাদের নামে চার্জশিট জমা পড়েছে, তাদের নেতৃত্বেও হয়েছে।” একটা ইঙ্গিত দিয়ে তিলোত্তমার বাবা বলেন, “অনেক দিন বাদে ওনার নামটা সামনে এসেছে। আরেকজনের নামটা সামনে আসছে না এখনও। সেটাও হয়তো আসবে।”
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই সিবিআইয়ের একটি টিম কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের বাড়িতে যায়। মূলত আরজি করের দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা তল্লাশি চালান বলে জানা গিয়েছে। সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন অতীন ঘোষ। তিনি বলেন, “আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি। আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনও ক্ষেদ নেই। কারণ আমার রাজনৈতিক চরিত্র কী আপনারা সবাই জানেন।” সিবিআই-কে পাল্টা খোঁচা দিয়ে অতীন বলেন, “সিবিআই-এর যে উদ্দেশ্যই থাকুক, আমার তাতে কিছু যায় আসে না।”