Home TMC MLA questioned in RG Kar Case: সামনে এল নয়া তথ্য, মোড় ঘুরবে আরজি কর মামলায়? ফের সক্রিয় সিবিআই No Comments আরজি কর মামলায় ফের সক্রিয় সিবিআই। নয়া তথ্য সামনে আসতেই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তদন্তকারীরা। ফের জেরা কর হল তাঁকে। এর আগেও এই মামলায় একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছিল সুদীপ্ত রায়কে।