Live in Relation: লিভ-ইন সম্পর্কের মাঝেই আরও এক মহিলার এন্ট্রি, সোজা হাসপাতালে যেতে হল যুবককে - Bengali News | Woman arrested by police in Sonarpur for stabbing live in partner in the eye - 24 Ghanta Bangla News
Home

Live in Relation: লিভ-ইন সম্পর্কের মাঝেই আরও এক মহিলার এন্ট্রি, সোজা হাসপাতালে যেতে হল যুবককে – Bengali News | Woman arrested by police in Sonarpur for stabbing live in partner in the eye

সোনারপুরে গ্রেফতার মহিলাImage Credit source: TV 9 Bangla

সোনারপুর: রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ঘটনা। লিভ-ইন পার্টনারের চোখে ছুরি চালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আগমণের জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। খবর চাউর হতেই এলাকায় রীতিমতো চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ বছর ধরে প্রতিমা দাস ও শ্যামল দাস একসঙ্গেই থাকছিলেন। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক না থাকলেও স্থানীয় মহলে তাঁরা দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তবে সম্প্রতি শ্যামল দাসের সঙ্গে অন্য এক মহিলার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যাচ্ছে। এই সম্পর্কের বিষয়টি জানার পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি বেড়ে যায়। অভিযোগকারীর বক্তব্য, ওই সম্পর্ককে কেন্দ্র করেই প্রায়শই বাদানুবাদ হত দুজনের মধ্যে। এরইমধ্যে ফের বিবাদ চরমে ওঠে। সেই সময় আচমকাই প্রতিমা দাস রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে শ্যামল দাসের চোখে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম হন শ্যামল। 

স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। ঘটনার পর শ্যামল দাসের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করা হয় প্রতিমা দাসকে।  ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *