Daily Life Hacks: মাংস ধোয়ার পরে হাত থেকে গন্ধ যাচ্ছে না? নিমেষে দূর করবেন কী করে? - Bengali News | How to remove meat smell instantly after washing it - 24 Ghanta Bangla News
Home

Daily Life Hacks: মাংস ধোয়ার পরে হাত থেকে গন্ধ যাচ্ছে না? নিমেষে দূর করবেন কী করে? – Bengali News | How to remove meat smell instantly after washing it

মাংস খেতে যেমন ভাল লাগা রান্না করাটা ততটাই ঝক্কির। বাজার থেকে মাংস কিনে আনার পরে তা ভাল করে ধুয়ে নেওয়াটা জরুরি। কিন্তু সেই মাংস ধুতে গিয়ে হাতে অনেক সময় গন্ধ থেকে যায়। অনেক ধোয়ার পরেও তা যেতে চায় না। অথচ সেই গন্ধ খাওয়ার সময়ে নাকে গেলেই সর্বনাশ! তাহলে কী করে তার হাত থেকে নিস্তার পাবেন? রইল সহজ টিপস।

১। ভিনিগার – মাছ-মাংস-পেঁয়াজ যা-ই কাটুন, তার কড়া গন্ধ দূর করতে পারে ভিনিগার। সামান্য সাদা ভিনিগার হাতে লাগিয়ে হাওয়ায় শুকিয়ে নিন। তারপর কিছু ক্ষণ পর হাত জল দিয়ে ধুয়ে একটি ভাল হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন।

২। নুন – সামান্য জল, এক চামচ নুন এবং পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। এই মিশ্রণ দিয়ে হাত ধুয়ে নিন মাংস ধোয়ার পর। কিছুক্ষণ ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩। লেবু – লেবুর রস বার করার পর খোসাগুলি ফেলবেন না। মাংস ধোয়া হয়ে গেলে এই খোসা দিয়েই হাতে ঘষে নিন। নিমেষে গন্ধ চলে যাবে। তবে লেবুর অ্যাসিডিক পদার্থ আপনার ত্বক রুক্ষ করে দিতে পারে। তাই ধুয়ে ফেলার পর ভাল মানের হ্যান্ড ক্রিম অবশ্যই লাগাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *