Saraswati Puja 2025: সরস্বতীর পুজোর দিনে এই টোটকা করলেই সুখে ভরে উঠবে জীবন – Bengali News | Rituals to perform on Saraswati puja 2025
বাগদেবী সরস্বতীর আশির্বাদ পাওয়ার অপেক্ষায় সারা বছর অধীর অপেক্ষায় বসে থাকি আমরা। বিশেষ করে পড়াশোনা বা গানবাজনার সঙ্গে যারা যুক্ত তাঁদের কাছে এই পুজো মাহাত্ম্য আরও বেশি। মায়ের কাছে একটাই কামনা, মা যেন বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, জ্ঞান দেয়। সেই জ্ঞানের আলোয় ফুটে আলোকিত হয়ে ওঠে চারপাশ।
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন তিনি। তাই এই দিন বসন্তী পঞ্চমী নামে পরিচিত। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন কিছু কাজ করলে তুষ্ট হন দেবী সরস্বতী। তাঁর আশির্বাদে পূরণ হয় মনস্কামনা। জানেন এই দিন কী কী টোটকা করা শুভ?
১। পুজোর সময় মাকে পলাশ ফুল, সবেদা, মটরশুঁটি, দোয়াত কলম, যে কোনও হলুদ ফুল, কুল এবং খই অর্পণ করা খুব শুভ। এই জিনিসগুলো মায়ের খুব প্রিয়।
২। এই দিন মুক্তো এবং পোখরাজ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।
৩। এই দিন পুজোর সময় দেবীর সামনে প্রদীপ অবশ্যই অর্পণ করতে হবে এবং নজর রাখতে হবে যে কোনও ভাবে যেন পুজো শেষ হওয়ার আগে প্রদীপটি নিভে না যায়।
৪। পুজোর সময় মায়ের মূর্তি যেখানে স্থাপন করা হবে, সেখানে সাদা এবং হলুদ কাপড় পাততে হবে।
৫। পুজোর তিথি থাকাকালীন অঞ্জলি দিতে হবে।
কিছু টোটকা পালন করলে যেমন সন্তুষ্ট হন দেবী তেমনই কিছু কাজ আছে যা কখনই করা উচিত নয়। জানেন সেগুলি কী কী?
১। এই দিন নখ, চুল কাটা যাবে না। কারও সঙ্গে কোনও ভাবেই ঝগড়া করতে নেই।
২। কালো বা লাল পোশাক পরতে নেই। সাদা বা হলুদ বস্ত্র পরিধান করা শুভ।
৩। পুজোর পরে দেবীর প্রসাদ খাওয়া ভাল। এই দিনে আমিষ নবা খেলেই ভাল, বলে মনে করা হয়।