Barrackpore: আর্থিক প্রতারণার শিকার হয়েছেন? এই নম্বরে যোগাযোগ করুন উদ্ধার হবে টাকা – Bengali News | Barrackpore: Barrackpore Police Commissariat open Cyber cell in North 24 Pargana
বড় উদ্যোগ পুলিশেরImage Credit source: Tv9 Bangla
ব্যারাকপুর: কখনো নামি-দামী ব্যাঙ্কের নাম করে আসছে ফোন। কখনও আবার কখনো ফুড ডেলিভারি বা কোনও দামী জিনিসের ডেলিভারি করার নামে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে। শিরনামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মাত্র আট মাসে ২৭ কোটি টাকা সাইবার প্রতারণায় কপালে চক্ষু চড়ক গাছ পুলিশের। বাধ্য হয়ে প্রতিটি থানায় সাইবার সেল তৈরি করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পাশাপাশি দেওয়া হয়েছে একটি নম্বরও।
দিনের পর দিন বাড়ছে সাইবার আর্থিক প্রতারণা। ব্যারাকপুর কমিশনারেটে ও বেড়েছে মাত্রাতিরিক্ত সাইবার আর্থিক প্রতারণা। পুলিশ সূত্রে খবর, গত ৮ মাসে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষের অনলাইন অ্যাকাউন্ট থেকে মোট সাতাশ কোটি টাকা প্রতারণা করেছে সাইবার গ্যাং। যা হিসেব করলে দাঁড়ায় প্রতি মাসে ৯ কোটি টাকা। আর এতেই ঘুম ছুটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। এই সাইবার প্রতারণা আটকাতে প্রতিটি থানাতে পুলিশ কমিশনার গড়ে তুলেছেন সাইবার সেল। মানুষকে সচেতন করতে টিম করে নাটক-আবৃতির মাধ্যমে বিভিন্ন জায়গায় সাইবার সচেতনতা গড়ে তুলছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, “যারা সাইবার প্রতারণায় ভুক্তভোগী, তাঁরা দেরি না করে টোল ফ্রি ১৯৩০ এই নম্বরে ফোন করুন। টাকা উদ্ধারে সক্ষম হবেন। কেউ কোন প্রলভনে পা দিয়ে আর্থিক সর্বনাশ করবেন না।”