‘মেয়েদের মতো গাড়ি চালান,’ পরামর্শ রাজ্য পুলিশের, বাংলায় কত মহিলা চালক জানেন?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘মেয়েদের মতো গাড়ি চালান,’ পরামর্শ রাজ্য পুলিশের, বাংলায় কত মহিলা চালক জানেন?, বাংলার মুখ

কোন চালকরা বেশি নিরাপদ? নতুন বছর পড়ার আগেই দারুন একটা পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে লেখা হয়েছে, বিশ্বব্যাপী সমীক্ষা বলছে, মহিলা চালকরা পুরুষদের তুলনায় অনেক বেশি নিরাপদে, নিয়মনিষ্ঠ হয়ে গাড়ি চালান। এবং নিরাপদে চালানো মানে কিন্তু আস্তে চালানো নয়, সমস্ত আইনকানুন মেনে চালানো।

পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। রাজ্যের পথদুর্ঘটনার পরিসংখ্যানও একই কথা বলছে।

বছরের শেষ দিনে, এবং নতুন বছরেও, ‘Drive Like A Woman’.

লিখেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ।

 

এদিকে সেই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন, আপনাদের গাড়ির চালকও তো সকলেই পুরুষ দেখি। মহিলা চালক নেই। তবে অনেকে আবার এই পোস্টকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। এক মহিলা নেটিজেন লিখেছেন, অসংখ্য় ধন্য়বাদ পশ্চিমবঙ্গ পুলিশ। এই মান্যতা ভীষণ জরুরী ছিল। তবে এর অন্য়ধরনের মন্তব্যও রয়েছে। অপর একজন লিখেছেন, একদম না। দুচারা নিয়ে বেপরোয়া গতিতে চালান বহু মহিলা। সিগন্য়ালের পরোয়া করে না। বহুবার দেখেছি।

এদিকে রাজ্য পুলিশের এই পোস্টের পরেই নানা মন্তব্য ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, সমীক্ষা বলছে বিশ্বের সমস্ত কঠিন , ঝুঁকিপূর্ণ, পরিশ্রমী কাজের ৯৯.৯৯ শতাংশ পুরুষদের দ্বারা হয়, তাই মহিলাদেরও বলব সমতা কেবলমাত্র ফেসবুক পোস্ট বানানো ইনস্টা রিলস বানানো আর ফেমিনিস্ট ক্লাবে সীমাবদ্ধ না রেখে ৫০-৫০ ভাগ করে নিতে…লিখেছেন এক নেটিজেন।

তবে রাজ্য পুলিশ অবশ্য় পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন মহিলাদের মতো গাড়ি চালানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ আস্তে গাড়ি চালাতে বলা হচ্ছে এমনটা নয়, নিয়মকানুন মেনে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে।
যে ভিডিয়ো পোস্ট করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে এক মহিলা চালক গাড়িতে উঠেই বলছেন সিট বেল্ট বেঁধে নাও।

তবে মহিলাদের মতো গাড়ি চালানো মানে নিয়মকানুন মেনে গাড়ি চালানোর কথা বলতে চেয়েছে রাজ্য পুলিশ। সেই সঙ্গেই একটা পরিসংখ্য়ান দেওয়া হয়েছে। বাংলায় ৭.৪ শতাংশ মহিলা চালক। আর মাত্র ০.৩ শতাংশ দুর্ঘটনা মহিলা চালকদের কারণে ঘটে।

পুলিশ জানিয়েছে আরও পরিষ্কার ভাবে, মেয়েদের মতো গাড়ি চালানো মানে খারাপভাবে গাড়ি চালানো নয়। বরং এর অর্থ হল সচেতনভাবে, সমস্ত নিয়ম মেনে ও সীমা মেনে গাড়ি চালানো।

আসলে মহিলাদের মতো গাড়ি চালানো মানে আস্তে গাড়ি চালানো নয়, বরং নিরাপদে গাড়ি চালানো।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *