Mitchell Starc IPL Auction 2025: ২৫ কোটি থেকে মহাপতন, জলের দরে মিচেল স্টার্ককে কিনল দিল্লি! – Bengali News | Mitchell Starc IPL 2025 Auction Delhi Capitals buys the Australian player for the auction price of 11.75 cr Rupees, details in Bengali
কলকাতা: এই রাজা, তো এই প্রজা! আইপিএলের দুনিয়ায় কে কখন নায়ক, কখন ভিলেন, বোঝা মুশকিল। গতবার বিপুল দর ওঠে যাঁর, তিনিই আবার থেকে যান অবিক্রিত। এ ক্ষেত্রে তা হয়নি। তবে মহাপতন তো বটেই! গত আইপিএলে ছিলেন নায়ক। নিলাম থেকেই চর্চা ছিল তাঁকে নিয়ে। শুরুটা তেমন না হলেও চ্যাম্পিয়ন করেছিলেন কেকেআরকে। সেই তিনি এ বার আর নিলামের হেডলাইন হতে পারলেন না। আইপিএলের ইতিহাসে টাকার দিক থেকে রেকর্ড গড়েছিলেন গত সংস্করণে। অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে মিনি অকশনে প্রায় ২৫ কোটিতে কিনে চমকে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ মরসুমে অবশ্য তাঁকে আর রিটেন করা হয়নি। মেগা অকশনে ২ কোটি টাকার বেস প্রাইসে রেজিস্টার করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। অজি পেসার বিকোলেন মাত্র ১১.৭৫ কোটি টাকায়।
মু্ম্বই প্রথম বিড শুরু করে। এরপরই স্টার্কের জন্য নিলামে প্রবেশ কলকাতার। ৬ কোটিতে মুম্বই লড়াই ছেড়ে দেয়। ৬.২৫ কোটিতে দিল্লির প্রবেশ। কলকাতার সঙ্গে লড়াইয়ে। ৮.২৫ কোটিতে ভাবনায় কেকেআর। দ্রুতই ৮.৫০ কোটি টাকা দর তুলে দেয় কেকেআর। দিল্লি কিন্তু লড়াই থামায়নি। ১০ কোটি পর্যন্ত ওঠে কলকাতা। ১০.২৫ কোটিতে এ দান ছাড়ে কলকাতা। আরসিবির প্রবেশ। দিল্লি বনাম আরসিবি। দিল্লি আউট। ১১ কোটিতে আরসিবি। শেষ মুহূ্র্তে আবারও দিল্লির প্রবেশ। ১১.৭৫ কোটিতে দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক।
ছোট কেরিয়ার, বড় ইমপ্যাক্ট! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মিচেল স্টার্কের ক্ষেত্রে যেন তাই বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেটকেই বরাবর প্রাধান্য দিয়ে এসেছে। এর জন্য অনেক সময়ই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থেকেছেন। তেমনই কেকেআরকে অস্বস্তিতেও ফেলেছিলেন। আবার গত মরসুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যেও বড় ভূমিকা নিয়েছেন। অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের আইপিএলে প্রবেশ অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়ে। ২০১৪-২০১৫, এই দু-মরসুম আরসিবিতেই খেলেছিলেন। ২০১৪ আইপিএলে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। ইকোনমি মাত্র ৭.৪৯। পরের মরসুমে ১৩ ম্যাচে ২০ উইকেট নেন।
কেকেআরে তাঁর প্রথম প্রবেশ ২০১৮ সালের আইপিএলে। যদিও চোটের কারণে সরে দাঁড়ান। পুরো মরসুমেই পাওয়া যায়নি তাঁকে। কেকেআর অস্বস্তিতেই পড়েছিল। ওয়ার্কলোড ম্যানেজের কারণে এরপর আর আইপিএলে আগ্রহ দেখাননি। ২০২৪ সালে মিনি অকশনে নাম লেখান। আর তাতেই ইতিহাস। ৯ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন বিশাল ধামাকায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস তৈরি হয়। তাঁকে নিতে অলআউট ঝাঁপায় কলকাতা নাইট রাইডার্স। শেষ অবধি তাঁকে ২৪.৭৫ কোটির রেকর্ড অঙ্কে নিয়েছিল কেকেআর। শুরুর দিকে সেই অর্থে পারফর্ম করতে না পারলেও টুর্নামেন্ট যত এগিয়েছে, দক্ষতা প্রমাণ করেছেন। প্লে-অফে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।