IAF MiG-29: আগ্রায় ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, কী অবস্থা পাইলটের? - Bengali News | IAF's MiG 29 Fighter Jet Crashes Near Agra, Pilot Ejects Safely - 24 Ghanta Bangla News
Home

IAF MiG-29: আগ্রায় ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, কী অবস্থা পাইলটের? – Bengali News | IAF’s MiG 29 Fighter Jet Crashes Near Agra, Pilot Ejects Safely

আগ্রার মাঠে দাউ দাউ করে জ্বলছে মিগ-২৯Image Credit source: Twitter

আগ্রা: সোমবার (৪ নভেম্বর), আগ্রার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি মিগ-২৯ যুদ্ধবিমান। অনুশীলনের জন্য পঞ্জাবের আদমপুর থেকে আগ্রা যাচ্ছিল যুদ্ধবিমানটি। মাঝপথে এই ঘটনা ঘটে। তবে, পাইলট অক্ষত আছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিজেকে নিরাপদে ইজেক্ট করেন। আগ্রার কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে রয়েছে। সেটিতে আগুন ধরে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ফাইটার জেটটির কাছে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

ঠিক কী কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়ল, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির বা সামরিক আদালতের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা কর্তারা।

এর আগে, ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরে আরেকটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। পরে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি ভেঙে পড়েছিল। বায়ুসেনা বলেছে, বারমার সেক্টরে বায়ুসেনার ঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড়েছিল। পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন। তবে, শেষ পর্যন্ত তিনি নিরাপদেই ছিলেন। আর কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *