Train cancelled: বৃহস্পতি ও শুক্রবার দেড়শোর বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে, স্টেশনে আসার আগে সময়সূচি জেনে নিন – Bengali News | Several trains cancelled due to cyclone dana in Sealdah division

Train cancelled: বৃহস্পতি ও শুক্রবার দেড়শোর বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে, স্টেশনে আসার আগে সময়সূচি জেনে নিন – Bengali News | Several trains cancelled due to cyclone dana in Sealdah division

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাতে ওড়িশা-বাংলা উপকূলে তা আছড়ে পড়বে। আর এই ঘূর্ণিঝড়ের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার দেড়শোর বেশি ট্রেন বাতিল করা হল শিয়ালদা ডিভিশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ১৬০টি ট্রেন বাতিল করা হচ্ছে।

মঙ্গলবার পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ তারিখ ওড়িশা ও বাংলা উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় দানা নিয়ে মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হবে। এবং ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তারই সতর্কতা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ শিয়ালদা দক্ষিণ শাখায়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেলের তরফে বলা হয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে। আবার দক্ষিণের দিক থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে। আবার শিয়ালদা ভায়া বারাসত হাসনাবাদের মধ্যে ট্রেন চলাচল ২৪ অক্টোবর রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই খবরটিও পড়ুন

রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, রেলের সময়সূচি দেখে নিজেদের যাত্রাসূচি ঠিক করার জন্য। যাত্রীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফেও ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *