PM Narendra Modi: সীমান্তে নজরদারি নিয়ে ঐক্যমত্যের পর বুধবার মোদী-জিনপিংয়ের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক – Bengali News | PM Narendra Modi, China president Xi Jinping to meet on Wednesday at Brics, first meeting since border breakthrough
কাজান: ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও। বুধবার মোদী ও জিনপিং ব্রিকস সম্মেলনে মুখোমুখি হচ্ছেন। প্রকৃত সীমান্তরেখা নিয়ে দুই দেশের টানাপোড়েনের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন দুই রাষ্ট্রনেতা।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।