Rishabh Pant: ভিডিয়ো: প্রতিপক্ষর টিম হার্ডলে হঠাৎ হাজির ‘খবরি’ ঋষভ পন্থ – Bengali News | Rishabh Pant turns khabri to know India A team’s plan during Duleep Trophy 2024, watch video
Rishabh Pant: ভিডিয়ো: প্রতিপক্ষর টিম হার্ডলে হঠাৎ হাজির ‘খবরি’ ঋষভ পন্থ
Image Credit source: @BCCIdomestic X
কলকাতা: চিন্নাস্বামীতে চলছে দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ইন্ডিয়া-এ ও ইন্ডিয়া-বি টিমের শেষ দিনের খেলা (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। দুই দলের ক্রিকেটাররা ২২ গজে নামার আগে টিম হার্ডল করে থাকেন। সেই সময় দলের ক্যাপ্টেন বাকিদের সংক্ষেপে টার্গেট, লক্ষ্য এই সব নিয়ে বলতে থাকেন। শুভমন গিলের ইন্ডিয়া-এ-র টিম হার্ডলের সময় হঠাৎ সেখানে দেখা যায় ইন্ডিয়া-বি টিমের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant)। প্রতিপক্ষর টিম হার্ডলে পন্থের হঠাৎ উদয় হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে ভিডিয়ো দেখে অনেকেই বলাবলি করছেন, প্রতিপক্ষর হাঁড়ির খবর তো জেনেই গিয়েছেন পন্থ।
দলীপে ঋষভ পন্থ যখন ‘খবরি’
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া-এ টিমের হার্ডলের সময় প্র্যাক্টিস জার্সি (নীল রংয়ের জার্সি) পরে সেখানে বাকি ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পন্থকে। ওই ভিডিয়োটি বিসিসিআই ডোমেস্টিক এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যেখানে এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘আজ সকালে ইন্ডিয়া এ-টিমের হার্ডল। ব্লু টি-শার্ট পরা ওই জেন্টলম্যান কে? ঋষভ পন্থ। ইন্ডিয়া বি টিমের তো। এ বার ও এ টিমের প্ল্যান জেনে গেল।’
ভিডিয়োটির শেষে দেখা যায়, হাসতে হাসতে ইন্ডিয়া-এ টিমের হার্ডল থেকে বেরোচ্ছেন নীল জার্সি পরা পন্থ। সেই সময় ইন্ডিয়া-এ টিমের পেসার আবেশ খানের সঙ্গে হেসে হেসে কথা বলে হাততালিও দিতে দেখা যায় পন্থকে। মজার ছলেই যে পন্থ আসলে গিলদের টিম হার্ডলে যোগ দিয়েছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।
Look who was there in the India A huddle before the start of the day’s play 😃 #DuleepTrophy| @IDFCFIRSTBank
Follow the match 🔽 https://t.co/Oke5l0BJpq pic.twitter.com/MxL8Pv05dV
— BCCI Domestic (@BCCIdomestic) September 8, 2024
দিল্লির উইকেটকিপার ব্যাটার সব সময় খোশ মেজাজে থাকার চেষ্টা করেন। সতীর্থ হোক বা প্রতিপক্ষ, তাঁদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় পন্থকে। চলতি দলীপ ট্রফিতেও একই মেজাজে দেখা যাচ্ছে তাঁকে।