West Bengal By-Election: চার কেন্দ্রের উপভোট আজ, শুরুতেই মানিকতলায় খারাপ EVM – Bengali News | West Bengal By Election Live: Maniktala, Nadia Dakshin, Bagda, Raiganj By Election on 10th July 2024
বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলা, রানাঘাট দক্ষিণ,বাগদা ও রায়গঞ্জ। এই চার কেন্দ্রে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। পুলিশ তো থাকছেই পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।