Rohit Sharma, IND vs ENG: ভারত সবসময়ই চাপে থাকে, অকপট রোহিত শর্মা - Bengali News | Indian cricket team is always under pressure, Rohit Sharma on IND vs ENG ICC Men's T20 World Cup Semi Final - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma, IND vs ENG: ভারত সবসময়ই চাপে থাকে, অকপট রোহিত শর্মা – Bengali News | Indian cricket team is always under pressure, Rohit Sharma on IND vs ENG ICC Men’s T20 World Cup Semi Final

অপরাজিত থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। সামনে ইংল্যান্ড। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ভারতীয় দলকে ১০ উইকেটের বিশাল ব্য়বধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ অবধি জস বাটলারের টিম চ্যাম্পিয়নও হয়। টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড। পরিসংখ্যানের কারণে কি এ বার ভারতীয় দল বাড়তি চাপে থাকবে?

ভারতীয় সময় অনুযায়ী কাল রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টে ভারত এখনও অপরাজিত। গ্রুপ পর্বে একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। তেমনই সুপার এইটে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সেমিফাইনাল নিয়ে কতটা চাপে ভারতীয় দল? অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ভারতীয় দলের উপর সবসময়ই বাড়তি প্রত্যাশা থাকে। সে কারণে টিম সবসময়ই চাপে। দলে যারা রয়েছে, প্রত্যেকেই এই পরিস্থিতির সঙ্গে পরিচিত। আমরা এই ম্যাচকে আলাদা করে দেখতে চাই না। অন্য আরও একটা ম্যাচ হিসেবেই দেখছি।’ গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। স্বাভাবিক ভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চাপ বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *