Mid-day meal: মিড ডে মিলের টাকা ‘খেয়েছেন’ খোদ প্রধান শিক্ষক, আটকে রেখে বিক্ষোভ রাঁধুনিদের - Bengali News | Allegation of misappropriation of mid day meal money in Cooch Behar against head teacher - 24 Ghanta Bangla News
Home

Mid-day meal: মিড ডে মিলের টাকা ‘খেয়েছেন’ খোদ প্রধান শিক্ষক, আটকে রেখে বিক্ষোভ রাঁধুনিদের – Bengali News | Allegation of misappropriation of mid day meal money in Cooch Behar against head teacher

ব্যাপক উত্তেজনা স্কুলে Image Credit source: TV-9 Bangla

দিনহাটা: মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। রান্নার রাঁধুনিদের প্রাপ্য প্রায় ৯৬ হাজার টাকা নিজের পরিচিত সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। বড়সড় অভিযোগ দিনহাটা ১ নং ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিদ্যামন্দির আর আর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র দেবনাথের  বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযুক্ত শিক্ষককে স্কুলে আটকে রেখে দীর্ঘ সময় বিক্ষোভ দেখালেন রান্নার কাজে যুক্ত মহিলারা। 

রান্নার মহিলাদের অভিযোগ, করোনাকালীন সময়ে স্কুলে রান্না হচ্ছিল না। সেই সময় সরকার থেকে প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, তার কিছুই তাঁরা পাননি। সেই টাকা পুরোটাই নিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। তাঁদের আরও অভিযোগ, টাকা চাইলেই নানা অজুহাত দিয়ে এসেছেন অভিযুক্ত শিক্ষক। কিন্তু কানা-কড়িও দেননি তাঁদের। উল্টে সেই ৯৬ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর পরিচিত একটি সেলফ হেলপ গ্রুপের অ্য়াকাউন্টে। প্রতিবাদীদের দাবি, এ নিয়ে আজ তাঁরা কথা বলতে এসেছিলেন। কিন্তু, তাঁদের পাত্তা দিতে চাননি অভিযুক্ত শিক্ষক। বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন। 

এই খবরটিও পড়ুন

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আর আর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র দেবনাথ। তাঁর দাবি, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। টাকা তছরুপের প্রমাণ দিতে পারলে তিনি সব টাকা ফেরত দিয়ে দেবেন। একইসঙ্গে তিনি উল্টে আবার প্রতিবাদী মহিলাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *