Bhopal: বাবার মৃতদেহই ২ টুকরো করতে চাইল পুত্ররা, কারণ জানলে চমকে উঠবেন - Bengali News | A dispute between brothers over conducting the funeral of their father in Bhopal - 24 Ghanta Bangla News

Bhopal: বাবার মৃতদেহই ২ টুকরো করতে চাইল পুত্ররা, কারণ জানলে চমকে উঠবেন – Bengali News | A dispute between brothers over conducting the funeral of their father in Bhopal

0

ভোপাল: পাশে পড়ে বৃদ্ধের মৃতদেহ। আর বিতণ্ডা চলছে তাঁর দুই পুত্রের মধ্যে। ঝগড়ার কারণ জেনে হতবাক প্রতিবেশীরা। অনেক বোঝানোর চেষ্টা করলেন। তাতেও মৃত বৃদ্ধের দুই পুত্রের ঝগড়া থামল না। শেষমেশ মৃতদেহকেই ২ ভাগ করার দাবি উঠল। কারণ, দুই পুত্রই মৃতদেহ দাহ করতে চান। খবর পেয়ে এল পুলিশও। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড় জেলায়।

টিকমগড়ের তাল লিধোরা গ্রামে রবিবার মৃত্যু হয় বছর পঁচাশির ধানী সিং ঘোষের। মৃতদেহ দাহ নিয়ে তাঁর দুই পুত্র দামোদর সিং ও কিসান সিংয়ের মধ্যে বিবাদ শুরু হয়। জানা গিয়েছে, বৃদ্ধ বাবার দেখাশোনা করতেই দামোদরই। বাবার মৃত্যুর পর তিনি শেষকৃত্যের আয়োজন করছিলেন। তখনই নিজের পরিবার নিয়ে সেখানে হাজির হন কিসান সিং। তিনি শেষকৃত্য করবেন বলে জানান।

এই নিয়েই দুই ভাইয়ের বিবাদ শুরু হয়। শেষে কিসান বলেন, মৃতদেহ দুই টুকরো করা হোক। তাহলে তাঁরা আলাদা করে দাহ করতে পারবেন। কিসান প্রতিবেশী ও আত্মীয়রা বোঝালেন। কিন্তু, তিনি নিজের দাবিতে অনড় থাকেন। এভাবেই কয়েকঘণ্টা কেটে যায়। শেষমেশ পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

এই খবরটিও পড়ুন

পুলিশ এসে তাঁদের সঙ্গে আলোচনা করে। ঠিক হয়, দামোদরই শেষকৃত্য করবেন। পরিবারের সকলে তাঁকেই সমর্থন জানান। শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে ছিল। কিসানও তাঁর পরিবার নিয়ে শেষকৃত্যে ছিলেন। প্রতিবেশীরা স্বস্তির শ্বাস ফেলে বলছেন, আর একটু হলেই হয়তো মৃতদেহ ২ টুকরো করে দাহ করা হত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x