CPIM: শ্রেণি সংগ্রাম ভুলে সিপিএমের নজর শুধু হিন্দুত্বেই? - Bengali News | CPIM's political line, votes in multiple states, find out what the final report of CPM's 24th Party Congress says - 24 Ghanta Bangla News

CPIM: শ্রেণি সংগ্রাম ভুলে সিপিএমের নজর শুধু হিন্দুত্বেই? – Bengali News | CPIM’s political line, votes in multiple states, find out what the final report of CPM’s 24th Party Congress says

0

জোরদার চর্চা বাম আঙিনায় Image Credit source: Getty Images

কলকাতা: শ্রেণি সংগ্রাম ভুলে সিপিআইএম শুধুমাত্র হিন্দুত্বেই। সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের চূড়ান্ত রিপোর্ট বা রাজনৈতিক দলিলে সেই কথাই উঠে এল। তা নিয়েই এখন জোর চর্চা বাম মহলে। কৌতূহলের অন্ত নেই অন্য শিবিরেও। প্রসঙ্গত, দুয়ারে দিল্লির ভোট! এ বছরই আবার বিহারে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই বাংলাতেও ভোট। সলতে পাকানোর কাজটাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারমধ্যেই সিপিএমের এই ভাবনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।  

দলিলের পলিটিক্যাল লাইনের ২.৮৬ পয়েন্টে বলা হয়েছে, পার্টির উচিত এই মুহূর্তে হিন্দুত্ব বিরোধী আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেওয়া। ২ নম্বর পয়েন্টে উল্লেখ রয়েছে, মতাদর্শের প্রশ্নে আরএসএস ও হিন্দুত্ব শক্তির বিরুদ্ধে পাল্টা মতাদর্শ গড়ে তুলতে হবে। প্রসঙ্গত, শেষ বিধানসভা ভোট হোক বা লোকসভা, বাংলায় তৃণমূল বিরুদ্ধ জনমত গড়ার চেষ্টা চললেও কখনও বিজেপিকে ছেড়ে কথা বলে না বামেরা। অন্যদিকে দক্ষিণের কিছু রাজ্য ও উত্তর-পূর্ব ভারতেও কিছু অংশে বামেদের ভালই আধিপত্য রয়েছে। সুস্পষ্ট উপস্থিতি রয়েছে বাংলাতেও। কিন্তু, এখানে আবার ভোটের খাতায় শূন্য। সেই অবস্থার বদল চাইছেন বাম নেতারা। তৃণমূল স্তরে জেলা সম্মেলন থেকেও বারবার সাংগঠনিক মজবুতির উপরে জোর দেওয়া হচ্ছে। সামনে আনা হচ্ছে যুবদেরও। 

 ২৪তম পার্টি কংগ্রেসের চূড়ান্ত রিপোর্ট বিশেষ করে জোর দেওয়া হয়েছে বাংলার উপরেও। ৬ নম্বর পয়েন্টে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ এসেছে। স্পষ্ট বলা হয়েছে, মতাদর্শগত দিক থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবে, তৃণমূল এবং বিজেপি, উভয় বিরুদ্ধে লড়াই করার কথাও বলা হয়েছে। দলিলের টাস্ক পয়েন্টের ২.৯২ (১) পয়েন্টেও জোর দেওয়া হয়েছে হিন্দুত্বের বিরুদ্ধে লড়াইয়ের উপরেই। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x