Republic day 2025: এই প্রথম রেড রোডের কুচকাওয়াজে সেনার সঙ্গে হাঁটবে 'রোবট কুকুর' - Bengali News | Republic day 2025: Republic day 2025 Celebration in red road with robot dog - 24 Ghanta Bangla News

Republic day 2025: এই প্রথম রেড রোডের কুচকাওয়াজে সেনার সঙ্গে হাঁটবে ‘রোবট কুকুর’ – Bengali News | Republic day 2025: Republic day 2025 Celebration in red road with robot dog

0

রেড রোডে মহড়ায় সেনাImage Credit source: Tv9 Bangla

কলকাতা: অনুপ্রবেশ ইস্যুতে আগেই সতর্ক বিএসএফ। কড়া রাজ্য পুলিশও। তারপর আগামিকাল প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে রেড রোডে চলছে তার প্রস্তুতি। এ দিকে, সেনাবাহিনীর এই কুচকাওয়াজে ‘রোবট সারমেয়’ নামিয়ে গোটা দুনিয়ে বিস্ময়ে ফেলে ভারতের স্থলবাহিনি। আর এবার সেই ‘রোবট সারমেয়’-র দেখা মিলবে রেড রোডের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে।

শুক্রবার সকাল থেকেই সেই উপলক্ষে রেড রোডে মহড়া তুঙ্গে। মহড়া চলাকালীন বন্ধ একাধিক রাস্তা। বন্ধ রাখা রয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ। সেনাবাহিনীর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি রোবোটিক ট্রেনিংও চলছে। এইবার প্রথম কুচকাওয়াজে হাঁটতে চলেছে এই ‘রোবট কুকুর’।

সেনাবাহিনীর ব্যবহার করা এই রোবট কুকুরের পোশাকি নাম হল ‘মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট’ সংক্ষেপে যাকে বলে (মিউল)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এগুলি। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলি নিয়ন্ত্রিত হয়। এরা আবার নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে সক্ষম এরা। মূলত, বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই মিউলগুলি ব্যবহার করে ফৌজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x