You can see tigers, bears, crocodiles here, you can take your family to visit, এখানে রাত্রি যাপনের কোনও ব্যবস্থা নেই। তবে বর্ধমান শহরে প্রচুর থাকার এবং খাবার হোটেল রয়েছে
Last Updated:
East Bardhaman News: শীতের মরশুমে মাত্র ১ দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে।
পূর্ব বর্ধমান: শীতের মরশুমে মাত্র ১ দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে। বর্ধমান শহরে রয়েছে রমনাবাগান জুলজিক্যাল পার্ক। এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের পশুপাখি। পাশাপাশি এই জায়গায় মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন সকলেই। বর্ধমান শহরের মধ্যে রমনাবাগান একটা ছোট্ট জায়গা। ১৪ থেকে ১৫ হেক্টর জায়গার মধ্যে গড়ে উঠেছে পার্কটি। বর্ধমান শহরের অন্যান্য জায়গার থেকে এই জায়গা সবথেকে আলাদা।
এই জায়গায় গেলেই পাওয়া যাবে এক দূষণমুক্ত নির্জন মনোরম পরিবেশ। এছাড়াও দেখা মিলবে একাধিক পশুপাখির। শীতের মরশুম শুরু হতেই বর্ধমানের এই জায়গায় পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। শীতের এক অন্যরকম আমেজ উপভোগ করছেন অনেকেই। এখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সীমন্ত হেমব্রম জানিয়েছে, \”খুবই সুন্দর এই জায়গা। পুরোটা ঘুরে ভাল লাগলো। বাঘ, ভাল্লুক, কুমির আরও অনেক কিছু দেখলাম। সকলেরই এই জায়গা ভাল লাগবে।\”
বর্ধমান ষ্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার দুরেই রয়েছে এই রমনাবাগান জুলজিক্যাল পার্ক। ষ্টেশন থেকে টোটো অথবা টাউন সার্ভিস বাসে করে সহজেই চলে আসতে পারবেন এই জায়গায়। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসতে চান তাহলেও আসতে পারবেন। পার্কিং-এর যথাযথ ব্যবস্থা রয়েছে এই জায়গায়। বৃহস্পতিবার বাদে সপ্তাহের প্রত্যেকদিন এই রমনাবাগান জুলজিক্যাল পার্ক খোলা থাকে।
সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে এই জুলজিক্যাল পার্ক। পার্কের সামনে আসার পর টিকিট কেটে প্রবেশ করতে পারবেন ভিতরে। টিকিটমূল্য প্রতিজনের ২৫ টাকা করে। ভিতরে প্রবেশ করলেই পুরোটা ঘুরে দেখতে পাবেন চিতা বাঘ, হরিণ , ময়ূর, ভাল্লুক, কুমির সহ আরও বিভিন্ন ধরনের পশুপাখি।
আরও পড়ুন: Indoor Plant: লাগবে না মাটি, জলেই তরতরিয়ে বাড়বে এই সব গাছ! রইল ইনডোর প্ল্যান্টের দুরন্ত সন্ধান
এছাড়াও পার্কের মধ্যে বসার জায়গা এবং পানীয় জলের বিশেষ ব্যবস্থা রয়েছে। একদিনের জন্য এই জায়গায় মনোরম পরিবেশে সময় কাটিয়ে আসতে পারেন সকলেই। এখানে রাত্রি যাপনের কোনও ব্যবস্থা নেই। তবে বর্ধমান শহরে প্রচুর থাকার এবং খাবার হোটেল রয়েছে। বাড়ি ফেরার সমস্যা থাকলে তাঁরা সেই সমস্ত হোটেলের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
December 03, 2024 12:03 AM IST